প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ভাতা প্রদান
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ভাতার টাকা ও তাদের বান্ধব উপকরন বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ হলরুমে এসব বিতরণ করা হয়।
প্রাথমিক বিদ্যালয়ের ৩৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৩ হাজার ৬শ টাকা করে ১ লক্ষ ৪০ হাজার ৪শ টাকা, মাধ্যমিক স্তরের ১২জন শিক্ষার্থীকে ৫ হাজার ৪শ টাকা করে ৬৪ হাজার ৮শ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরের ৪ জন শিক্ষার্থীকে ৭হাজার ২শ টাকা করে ২৮ হাজার ৮শ টাকা ও ডিগ্রী স্তরের ৩জন শিক্ষার্থীকে ১২হাজার টাকা করে ৩৬ হাজার টাকাসহ মোট ২ লক্ষ ৭০ হাজার টাকা চেক বিতরন করা হয়।
এছাড়া ডিমলার ৪টি বিলুপ্ত ছিটমহলের ১৬ জনকে বয়স্কভাতা, ৬ জনকে বিধাব ভাতা, ৬ জনকে প্রতিবন্ধী ভাতা ও ৪টি হুইল চেয়ার বিতরন করা হয়। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ভাতা ও হুইল চেয়ার বিতরন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদেকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার সামচুল হক প্রমূখ।
প্রতিক্ষণ/এডি/ এল জেড