প্রতিবেশীর স্ত্রীকে আশ্রয় দিয়ে যুবক খুন
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
কক্সবাজারে স্বামীর নির্যাতন থেকে বাঁচতে এক নারী প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। এ সময় ওই নারীর স্বামী ও তার লোকজনের ছুরিকাঘাতে আবু তাহের প্রকাশ আবু (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
হামলাকারীদের ছুরিকাঘাতে তার সহোদর আবু তৈয়ব (১৮) গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের দক্ষিণ ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু দক্ষিণ ঘোনাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বদি আলম নামে একজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় দক্ষিণ ঘোনারপাড়ার জাহেদ ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় তার স্ত্রী নির্যাতন থেকে বাঁচতে প্রতিবেশী আব্দুর রহমানের বাড়িতে প্রবেশ করে। এতে জাহেদ ক্ষিপ্ত হয়ে তার কয়েকজন সহযোগী নিয়ে আব্দুর রহমানের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করলে তাদের বাধা দেয় আবু ও তার ছোট ভাই।
এ সময় জাহেদ ও তার সহযোগীরা উর্পাযুপরি ছুরিকাঘাত করে তাদের। ছুরির আঘাতে জাহেদ ঘটনাস্থলেই মারা যান। তার ছোট ভাইকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মূল নায়ক জাহেদ পালিয়ে গেলেও তার সহযোগী দক্ষিণ ঘোনাপাড়ার সোনা আলীর ছেলে বদি আলমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস বি শর্মা জানান, আহত আবু তৈয়বের অবস্থা আশঙ্কাজনক।
সদর হাসপাতালের দায়িত্বরত কনস্টেবল আকবর জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, ঘটনার মূল হোতা জাহেদকে আটক করতে পুলিশের অভিযান চলছে।
প্রতিক্ষণ/এডি/রাখি