প্রত্যাহার হল নৌযান ধর্মঘট

প্রকাশঃ আগস্ট ২৬, ২০১৫ সময়ঃ ৯:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৮ পূর্বাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক

noujan1অবশেষে প্রত্যাহার করা হয়েছে নৌযান ধর্মঘট। আশুগঞ্জ নৌ-বন্দরে অনির্দিষ্টকালের জন্য ডাকা নৌযান ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন।

ঢাকায় সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সাথে নৌ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।

নৌযান শ্রমিক ফেডারেশন আশুগঞ্জের সমন্বয়ক হাবিবুল্লাহ বাহার জানান, নৌপথে বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও হয়রানী বন্ধসহ বিভিন্ন দাবিতে সোমবার বিকাল থেকে নৌ ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন। এতে আশুগঞ্জ নৌবন্দর থেকে ছয়টি রুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। নৌ পরিবহন বন্ধ থাকায় বন্দরে নোঙর করা কার্গো জাহাজগুলো থেকে পণ্য খালাসও বন্ধ হয়ে যায়।

সরকারের পক্ষ থেকে নৌ নিরাপত্তার অংশ হিসেবে  মঙ্গলবার থেকে কোস্টগার্ড ও নৌ পুলিশ নৌপথে টহল দেয়া শুরু করবে। আগামী সাতদিনের মধ্যে কর্ণফুলী-৫ লাইটার জাহাজে সংঘটিত ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেয়া হয়েছে। একইসাথে নিখোঁজ লোকজনের উদ্ধারে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। নিহত লোকজনের জন্য একটি তহবিলের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয় এই বৈঠকে।

নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, নৌ পুলিশের ডিআইজি, ডিজিশিপিং, কার্গো ওনার্স এসোসিয়েশন সভাপতি, কোস্টগার্ডের উপ-পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G