প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি খুবই আন্তরিক

প্রকাশঃ জুন ৩, ২০১৭ সময়ঃ ৩:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪২ অপরাহ্ণ

সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি:

দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।

আজ শনিবার সকালে ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে রাঙামাটির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেয়ার সময় এ মন্তব্য করেন নেতারা।

এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এবং গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান আখতার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি খুবই আন্তরিক। দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তিনি সর্বোচ্চ চেষ্টা করেন ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছু করতে। তারই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য তিনি কেন্দ্রীয় পর্যায়ে সকল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন। সেই জন্য দায়িত্বরত সকল নেতাকর্মীরা এখন ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে কাজ করছে।

বক্তারা আরো বলেন, ক্ষতিগ্রস্তদের জীবনমান সার্বিক উন্নয়নের জন্য সরকার ও প্রশাসন কাজ করে যাচ্ছে এবং আরো কাজ করবে। এই ত্রাণ যাতে প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে সেজন্য সকল নেতাকর্মী এবং প্রশাসনকে বিশেষ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং, জেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল্লাহ, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার সুমনি আক্তার প্রমুখ।

ত্রাণ সহায়তার মধ্যে ২০ জনকে ১ বান করে ঢেউটিন এবং নগদ তিন হাজার টাকা, এছাড়া সদরের এবং পৌরসভার ৫০ জন করে মোট ১০০ জনকে ২০ কেজি করে চাউল এবং নগদ ৫০০ শত টাকা করে দেয়া হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G