প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহবান

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৫:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

ছাত্রদলপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে দমন করার জন্য অবৈধ সরকার এবং তার সুবিধাভোগী প্রশাসন মরিয়া হয়ে উঠেছে।’

তারা বলেন, ‘অহিংস আন্দোলনকে সহিংস রূপ দেওয়ার জন্য এবং দেশজুড়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে ছাত্রলীগকে দিয়ে পেট্রোল বোমা হামলা চালানো আর নাশকতার মাধ্যমে নিরীহ মানুষ হত্যার উৎসবে মেতে উঠেছে সরকার। সবকিছুর যেমন শেষ আছে, তেমনি এ নৃশংসতারও শেষ আছে। গণতন্ত্রকামী জনতার জয় সুনিশ্চিত।’ সময় নষ্ট না করে অবিলম্বে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহবান জানান এ দুই ছাত্রনেতা।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ছাত্রদলের নেতা-কর্মী ও তাদের আত্মীয়স্বজনদের গ্রেফতার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন রাজিব আহসান ও মো. আকরামুল হাসান। তারা এসবের তীব্র নিন্দা জানিয়েছেন।

তারা বলেন, ‘পতন আসন্ন বুঝতে পেরে সরকার ছাত্রদল নেতাদের নির্বিচারে গ্রেফতার এবং তাদের অনুপস্থিতিতে ছাত্রদল নেতাদের মা-বাবা, ভাই-বোন এবং আত্মীয়-স্বজনদের গ্রেফতার করছে।’

ছাত্রদলের এ দুই শীর্ষ নেতা বলেন,‘ এই সরকার এবং তার পেটোয়া বাহিনীর কর্মকা- দেখে মনে হচ্ছে, অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ইয়াহিয়ার প্রেতাত্মা ভর করেছে। বর্তমানে দেশে গণতন্ত্রকামী জনতার ওপর ’৭১ এর কায়দায় দমন-পীড়ন চালানো হচ্ছে।’

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রাজু আহমেদকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানান ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

প্রতিক্ষণ/এডি/মনি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G