প্রধানমন্ত্রীর বক্তব্য যথার্থ: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
বিদেশে বসে খালেদা জিয়া গুপ্তহত্যা চালাচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্য যথার্থ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াক জড়িয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা যথার্থ; নিশ্চয়ই তার কাছে তথ্য আছে।’
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গতকাল সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিকভাবে পরাজিত হয়ে খালেদা জিয়া এখন বিদেশে বসে ষড়যন্ত্র করছেন। যুদ্ধাপরাধীদের রক্ষায় বিদেশে বসে দেশে গুপ্তহত্যা চালাচ্ছেন। এখন তার ষড়যন্ত্র হচ্ছে বিদেশি, লেখক-প্রকাশক এমনকি আওয়ামী লীগ নেতাকর্মীদের গুপ্তহত্যা করা, যাতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। তিনি দেশকে অস্থিতিশীল করতে চাইছেন। মানুষের জীবনের শান্তি নষ্ট করছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে দুই বিদেশি হত্যাকাণ্ড ও দুই ব্লগার খুন-এসব ঘটনার সাথে জড়িত যেই হোক কেন তাকে ছাড় দেয়া হবে না। সেখানে লন্ডন কানেকশান থাকুক, বা যে কানেকশানই থাকুক না কেন।’
প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলা সম্পর্কে তিনি বলেন, ‘আসামিরা অচিরেই ধরা পড়বে।’
প্রতিক্ষণ/এডি/এআরকে