প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি বিষয়ে তদন্ত প্রতিবেদন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
এ বিষয়ে রোববার বিকেলে সংবাদ সম্মেলন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্জ্ঞিপ্তিতে বলা হয়, বিকেল ৩টায় সচিবালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় গঠিত এই তদন্ত কমিটির প্রধান ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার।
গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। পরে বিমানটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে সেটি পরে আবার হাঙ্গেরি পৌঁছায়। বিমানের এই যান্ত্রিক ত্রুটি নিয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি করা হয়।
এই ঘটনায় এরই মধ্যে দুই দফায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নয়জন কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/শাআ