পৃথিবীতে প্রবীণের সংখ্যা বাড়ছে
নিজস্ব প্রতিবেদক
পৃথিবীতে দ্রুত বাড়ছে প্রবীণের সংখ্যা। ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা এখনকার চেয়ে দ্বিগুণ হবে। সোমবার যুক্তরাষ্ট্রের আদমশুমারি দপ্তর ( সেনসাস ব্যুরো ) প্রকাশিত জরিপে উঠে এসেছে এমনি তথ্য। ৬৫ বছর কিংবা এর উর্ধ্ব বয়সীদের উপর করা এই
জরিপ-প্রতিবেদনে বলা হয়, বিশ্বের মোট জনগোষ্ঠীর সাড়ে আট শতাংশ এখন প্রবীণ। অর্থাৎ পৃথিবীতে ৬৫-উর্ধ্ব মানুষের সংখ্যা বর্তমানে ৬০ কোটির বেশি। এভাবে বাড়তে থাকলে ২০৫০ সালের মধ্যে প্রবীণের সংখ্যা দাঁড়াবে ১৬০ কোটিতে। যা মোট জনসংখ্যার ১৭ শতাংশ।
জরিপে আরোও বলা হয়, ২০৫০ সালের মধ্যে মানুষের গড় আয়ু ৬৮.৬ শতাংশ থেকে বেড়ে ৭৬.২ শতাংশে দাঁড়াতে পারে। ৮০ বছর বা এর চেয়ে বেশি বয়সীদের ‘ প্রবীণদের প্রবীণ ’ ( ওলডেস্ট ওল্ড ) আখ্যায়িত করে প্রতিবেদনে বলা হয়েছে ২০৫০ সালে ‘ প্রবীণদের প্রবীণ ’- এর সংখ্যা এখনকার তুলনায় বেড়ে তিনগুণ হবে।
এ বিষয়ে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনষ্টিটিউট অন এজিং ( এনআইএ)- এর পরিচালক রিচার্ড হোডস বলেন, ‘‘ প্রবীণদের সংখ্যা বাড়ার মানে শুধু এই নয়, মানুষ আগের চেয়ে স্বাস্থ্যবান হয়েছে। প্রবীণদের সংখ্যা বাড়লে কিছু ইতিবাচক দিক আছে, কিন্তু একই সাথে তা স্বাস্থ্য খাতে আমাদের চ্যালেঞ্জ আরো বাড়িয়ে দেয়। ’’