প্রাক-বাজেট আলোচনা শুরু

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ১:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

1427987693_60738২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেট পেশ নিয়ে আজ রোববার থেকে প্রাক বাজেট আলোচনা শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থ মন্ত্রণালয়, রাজধানীর শেরেবাংলা নগর এনইসি’র সম্মেলন কক্ষ ও রাষ্ট্রায়ত্ত অতিথি ভবন পদ্মায় এসব আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রাক-বাজেট আলোচনা হয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট’ (পিআরআই), ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি), বাংলাদেশ অর্থনীতি সমিতি এবং এবং সরকারি গবেষণা প্রতিষ্ঠঅন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষকদের সঙ্গে।

এটি হবে বাংলাদেশের ৪৫তম বাজেট। আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট এটি।
প্রাক-বাজেট আলোচনার ১১টি বৈঠকের একটি সময়সূচি ও স্থান চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়।

এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা হবে ৭ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় একই স্থানে।

অর্থনীতিবিদ ও পেশাজীবীদের সঙ্গে সভা হবে ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।

চ্যানেল আইয়ের উদ্যোগে ‘কৃষি বাজেট, কৃষকের বাজেট’ নিয়ে আলোচনা হবে ৯ এপ্রিল অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে।

২৭ ও ২৮ এপ্রিল দুইদিন মন্ত্রী বৈঠক করবেন সকল মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র সচিব/সচিবদের সঙ্গে।

অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে ২৯ এপ্রিল।

জাতীয় সংসদের চারটি স্থায়ী কমিটির (অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি ও সরকারি প্রতিষ্ঠান কমিটি) সভাপতি ও সদস্যদের সঙ্গে আলোচনা হবে ১০ মে।

বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের সঙ্গে অর্থমন্ত্রীর প্রাক-বাজেট আলোচনা হবে ১১ ও ১২ মে।

১৪ মে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শেষ হবে অর্থমন্ত্রীর ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রাক-বাজেট আলোচনা।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G