নিজস্ব প্রতিবেদক
ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ১৯ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’। বিষয়টি নিশ্চিত করে অমিতাভ রেজা জানান, ‘আগামী ১৯ আগস্ট মুক্তি পাবে আয়নাবাজি, এটি চূড়ান্ত।’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নাবিলা ও চঞ্চল চৌধুরী। অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম, ইফফাত তৃষা প্রমুখ। মধ্যবিত্ত জীবনের কিছু ঘটনাপ্রবাহই এ ছবির বিষয়বস্তু।
ছবি মুক্তি প্রসঙ্গে অভিনেত্রী নাবিলা বলেন, ‘এটি আমার প্রথম চলচ্চিত্র। তাই এ নিয়ে কিছুটা ভয়েও আছি।’
অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘অনেকদিন পর বড়পর্দায় আমার ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি দর্শকদের ভালো লাগার জন্য অনেক পরিশ্রম করেছি। আশা করছি ‘আয়নাবাজি’র মাধ্যমে দর্শক দারুণ কিছু দেখতে পাবেন।’
আয়নাবাজি ছবির চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন এবং প্রযোজনা করেছে কনটেন্ট ম্যাটার্স। আনকাট সেন্সর পাওয়া এ ছবিটির জন্য বিভিন্ন গান তৈরি করেছেন অর্ণব, হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির ও চিরকুট ব্যান্ড।
উল্লেখ্য, দেশে মুক্তির আগে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়।
প্রতিক্ষণ/এডি/এস আর এস