পয়সা দিয়ে তৈরি মেঝে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৭ সময়ঃ ১২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৩ অপরাহ্ণ

JNBKlaH

যুক্তরাজ্যের বার্মিংহামের ৩০ মাইল পশ্চিমে টেলফোর্ড শহরটির অবস্থান। ম্যাট গাইলস নামের এক ব্যক্তি বাস করেন এখানে, পেশায় আইটি কর্মী। নিজের কল্পনাকে বাস্তবে রূপ দেয়ার জন্য তিনি গুনে গুনে ২৭,০০০টি তামার পয়সা দিয়ে নিজের রান্নাঘরের মেঝে তৈরি করেছে।

৪৩ বছর বয়সী ম্যাটের এ বিশাল কর্মযজ্ঞটি সম্পন্ন করতে প্রায় ছয় সপ্তাহ সময় লেগেছে। আশেপাশের ব্যাংকগুলোতে ঢু মেরে ম্যাট কাগজের টাকা ভাঙ্গিয়ে তামার পয়সা সংগ্রহ করে। অবাক করার মত বিষয় হল, পুরো মেঝেতে মাত্র ২৭০ পাউন্ড সমমূল্যের ধাতব মুদ্রা বা পয়সা রয়েছে।

ম্যাট আর তার স্ত্রী এমি এই বাড়িতে ১০ বছর ধরে বাস করছেন। একটা সময়ে এসে রান্নাঘরের প্রথাগত মেঝেটি পাল্টে ফেলার ভাবনা উঁকি দেয় এই দম্পতির মনে। টাইলস, কার্পেট- এসবের চেয়ে আলাদা কোন কিছু দিয়ে মেঝেটা সাজানোর চিন্তা করছিলেন তারা। এমন সময় পয়সা দিয়ে মেঝেটা মুড়ে দেয়ার পরিকল্পনা দেয় এমি।

তাদের বাড়ির অভিনব মেঝেটার আয়তন ১০ বর্গমিটার। একটা একটা করে তামার মুদ্রা আঠা দিয়ে মেঝেতে সেঁটে দেয়ার এ বিশাল কর্মযজ্ঞে তাদের বন্ধুরাও হাত লাগায়। কাজ শেষ হবার পরে এখন ম্যাট আর এমি খুবই উৎফুল্ল, তাদের দুই সন্তানও আনন্দিত।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G