ফখরুলের জামিন নামঞ্জুর

প্রকাশঃ মে ২০, ২০১৫ সময়ঃ ১:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২২ পূর্বাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

fakhrulপল্টন থানায় নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তা চাইলে ২৩ মের মধ্যে মির্জা ফখরুলকে জেল গেটে জিজ্ঞাসাবাদ  করতে বলা হয়েছে।

আজ বুধবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

এর আগে সকালে আদালতে হাজির করে তিন মামলায় পুলিশ ৩০ দিনের রিমান্ড আবেদন করে। অন্যদিকে, ফখরুলের পক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। আদালত উভয়পক্ষের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন আইনজীবী তাপস কুমার পাল।ফখরুলের পক্ষে ছিলেন আইনজীবী বোরহান আহমেদ, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে পল্টন থানায় মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা করা হয়।৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/লিমন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G