ফখরুলের রিমান্ড চ্যালেঞ্জ করে রিট

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ৮:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৫ পূর্বাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

fokhrulবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ফখরুলের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন রিটটি দায়ের করেন।

রিটে স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয়ের সচিব, মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি), মামলার তদন্ত কর্মকর্তা (আই ও) আব্দুল আউয়ালকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী লিয়ন জানান, বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী রোববার এটি শুনানি হতে পারে।

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া রিমান্ড আদেশের কোন বিষয়টি চ্যালেঞ্চ করে রিট করলেন?’ এমন প্রশ্নের জবাবে আইনজীবী লিওন বলেন, ‘৫৫ ডিএলআর এডি (আপিল বিভাগের আদেশ) বলা আছে যারা ভবঘুরে প্রকৃতির লোক, সমাজে যাদের পরিচিতি নেই তাদের বিরুদ্ধে আদালত রিমান্ড মঞ্জুর করতে পারেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সমাজের একজন পরিচিত ব্যাক্তি ও বড় একটি রাজনৈতিক দলের মহাসচিব সে হিসেবে তাকে এ দেশের অনেক মানুষই চেনে। কাজেই তাকে আদালত রিমান্ড দিতে পারেন না এমন বিষয়কে কেন্দ্র করেই আমি রিট আবেদনটি করেছি।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বয়স্ক ও অসুস্থ্য লোক। তার হার্টে তিনটি রিং পড়ানো আছে। তাকে রিমান্ডে নিয়ে যেন মানসিক ও শারিরীক কষ্ট না দেয়া হয় সে ব্যাপারে আবেদন করা হয়েছে। ফখরুলকে রিমান্ডে নিয়ে যদি মানসিক চাপ সৃষ্টি ও শারিরীক কষ্ট দেয়া হয় তাহলে এটি সংবিধানের ৩৫ ধারা অমান্য করা হবে।’

উল্লেখ, মঙ্গলবার মতিঝিল থানায় গাড়ি পোড়ানো অভিযোগ এনে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

প্রতিক্ষণ /এডি/বাবর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G