প্রথম প্রকাশঃ অক্টোবর ২২, ২০২২ সময়ঃ ১০:২৩ অপরাহ্ণ..
সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৫ অপরাহ্ণ
বিপিএল ২০২২ এর জন্য ৭টি বিভাগীয় দল এরই মধ্যে ভেতরে ভেতরে দল সাঁজানোর কাজ প্রায় বলতে গেলে শেষই করে ফেলেছে। যেমন সিলেট স্ট্রাইকারের দল সাঁজাতে আইকন হিসেবে মাশরাফিকে নেয়া হয়েছে। এমনকি সিলেট দলের ক্রিকেট তারকা আর ম্যানেজম্যান্টের নামও ঘোষণার সঙ্গে লোগোও প্রকাশিত হয়ে গেছে।
এবার অপেক্ষা বাকী দল গুলো কি ভাবে দল সাঁজায়। কে কোন তারকা দলে টেনে মিডিয়া কাভারেজ বেশি পায়। এ অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে দেশের সবচেয়ে দামী আর নামি ক্রিকেটার অলরাউন্ডার সাকিবকে দলে টেনে নিয়েছে বরিশালের মালিকপক্ষ। যদিও এ তথ্য মালিকপক্ষ থেকেই পাওয়া। তবে শেষ পর্যন্ত ঘোষণা না হওয়া অবদি কোন কিছুই চুড়ান্ত নয়।
তারপরও ফরচুন বরিশালের মালিকপক্ষ থেকে যে তথ্য পাওয়াগেছে তাতে এবার বিপিএল মাতাবেন সাকিব আল হাসান, করিম জান্নাত, ক্রিস গেইল, ক্রোনওয়েল, ইব্রাহিম জাদরান ও লিভিংস্টোন।
সূত্র : ফরচুন বরিশাল টিম ম্যানেজমেন্ট
আরো সংবাদঃ
মন্তব্য করুনঃ
পাঠকের মন্তব্য