বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১৪, ২০২২ সময়ঃ ২:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৮ পূর্বাহ্ণ

২০১৪ সালে শেষ বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা। ২০১৮ আর সম্ভব হয়নি, এবার যদি সম্ভব না হয় তাহলে ৫ বারের ব্যালন ডি’র জেতা মেসি ক্যারিয়ারে বিশ্বকাপের স্বপ্ন অধরাই থেকে যাবে। সেই জানা চির সত্য মাথায় রেখেই আজ সেমিতে গত আসরে রানারআপ দল ক্রোশিয়ার বিপেক্ষে মাঠে নেমেছিল মেসি বাহিনী। এবং পুরো ম্যাচে নিয়ন্ত্রণ রেখেই মেসির পেনাল্টি কিক আর জুলিয়ানের জোড়া গোলে ৩-০ আবারো ফাইনালে আবারো আর্জেন্টিনা।

ম্যাচের শুরুটা করেছিল ক্রোশিয়া দুর্দান্ত ভাবেই। আক্রমণ আর পাল্টা আক্রমণে ভরা দুই দলের আক্রমণ ভাগ। কিন্তু আর্জেন্টিনার আক্রমণ ভাগ প্রথমার্ধের শেষ ভাগে এসে তেঁড়ে ফুঁড়ে আক্রমণ শুরু করে। বেসামল দেখা গেল ক্রোশিয়াকে।

বিশেষ করে আর্জেন্টনার ৯ নম্বর জার্সিধারি জুলিয়ান আলবেরিকে আটকানো দায় হয়ে পড়ে ক্রোশিয়ার রক্ষণ ভাগের। প্রধমার্ধের ৩২ মিনিটে কাউন্টার এ্যাটাকে যায় আর্জেন্টিনা। একা বল টেনে ক্রোশিয়ান গোল বারে ঢুকে পড়লেন জুলিয়ান, ক্রোশিয়ান গোলরক্ষক একা ছিলেন। সামনে বেরিয়েও রক্ষা হচ্ছে না, কারণ বল কাটিয়ে ফেলেছেন জুলিয়ান। গোলরক্ষক ‍জুলিয়ানকে হাটু দিয়ে আঘাত করলে রেফারি পেনাল্টি ঘোষনা করতে দেরি করলেন।

৩৪ মিনিটে মেসির দেয়া পেনাল্টি কিকে (১-০) এগিয়ে যায আর্জেন্টিনা। নাটক আরো অপেক্ষা করছিল। কারণ ম্যাচের ৩৯ মিনিটে সেই জুলিয়ান এবার মধ্য মাঠ থেকে বল পেয়ে একা ক্রোশিয়ান তিন ডিফেন্সকে কাটিয়ে ক্রোশিয়ান গোল বারে ঢুকে গেলেন। তিন জন ডিফেন্ডার তাকে আটকে রাখতে চেষ্টা করলেও ব্যর্থ সবাই। গোলরক্ষক লিভাকভিচকে কাটিয়ে পাশে দিয়ে বল জালে পাঠালেন (২-০)।

দ্বিতীয়ার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকা ক্রোশিয়া পাল্টা আঘাত করবে এমনটাই ভাবনায় ছিল। কিন্তু দেখা গেল ভিন্ন চিত্র। ম্যাচের ৬৯ মিনিটে মেসি ডান প্রান্ত দিয়ে মধ্য মাঠ থেকে মেসি একক ভাবে নিয়ে ঢুকে গেলেন ক্রোশিয়ান গোল বারের সীমানায়। গোল বারের ডান প্রান্ত দিয়ে একে বারে শেষ মূহুর্তে বাম দিকে মাইনাস করলেন। দুই ডিফেন্ডারের মাঝে থাকা জুলিয়ান যেন অপেক্ষাতেই ছিল, বল সোজা জালে ৩-০।

শেষ অবদি আর দাঁড়াতে পারেনি ক্রোশিয়া। ২০২২ কাতার বিশ্বকাপের স্বপ্নে ফাইনালে আর্জেন্টিনা। কে হবে মেসিদের প্রতিপক্ষ, মরক্বো না ফ্রান্স?

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G