ফারাবীকে ডিবিতে হস্তান্তর
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন শফিউর রহমান ফারাবীকে মহানগর গোযেন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করেছে র্যাপিড় অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (০২ মার্চ) সন্ধ্যায় তাকে ডিবিতে হস্তান্তর করা হয়।
র্যাব-বের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থেকে ফারাবীকে আটক করে র্যাব। জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে, অভিজিৎকে ফেসবুকে হত্যার হুমকির বিষয়টি স্বীকার করেছেন ফারাবী।
অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসির সামনে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
এতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী বন্যাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/নয়ণ