ফুটবল খেলুড়ে ছাগল ফ্রেড

প্রকাশঃ সেপ্টেম্বর ২, ২০১৫ সময়ঃ ৬:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৬ অপরাহ্ণ

goat 1120নিউজিল্যান্ডের এই ছাগলটির নাম ফ্রেড। এর রয়েছে বিশেষ এক প্রতিভা, যা তাকে আলাদা করেছে আলাদা করেছে নিজ গোত্রের অন্যসব প্রাণী থেকে। ফ্রেড ফুটবল খেলতে খুব ভালবাসে এবং মাথা দিয়ে ফুটবল হেড করতে পারে খুব সুন্দর ভাবে। বেশিরভাগ সময়ই সে তার মনিবের ছুঁড়ে দেয়া বলগুলো খুঁজে বের করে থাকে।
এ বিষয়ে মনিবের ছেলে, কাইল ম্যাকলিলান বলে,

“ও যখন এক বছরের ছিল তখন আমি
একজনের সাথে ফুটবল খেলছিলাম। “খেলতে খেলতে বলটি ভুল করে ছাগলদের চড়ানোর মাঠে চলে যায়। ও তখন বলটিকে হেড করে বেড়ার এ পাশে ফিরিয়ে দেয়। “পরে বাবা আবারও তার দিকে বল ছুড়ে দিলে আবার হেড করতে থাকে।”

এ নিয়ে, ম্যাকলিলানের মা কিম বলেন,”ফ্রেড একটু বিপজ্জনক। আর এই কারণে আমরা তাকে কসাই খানায় পাঠিয়ে দিতে চেয়েছিলাম। “কিন্তু সে যদি বিখ্যাত হয় তাহলে আমরা তাকে রেখে দিবো।”

goat 1233তবে দুঃসংবাদ হল ফ্রেডের আচরণে কিছু সমস্যা দেখা দিয়েছে। যখন ওই মাঠে কোন শিশু ফুটবল নিয়ে খেলতে যায় ফ্রেড তখন তাদের আঘাত করে। এমনকি ওর খেলা ভিডিও করার সময় ক্যামেরাম্যানকেও আঘাত করেছে।

অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে ফ্রেডের এই প্রতিভার ভিডিও। এটি প্রকাশের পর, এখন সে ব্যপক জনপ্রিয়তা লাভ করেছে।

প্রতিক্ষণ/এডি/এস. টি.

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G