ফুলবাড়ীতে ধানকাটা শ্রমিকের চড়া মুল্য
ফুলবাড়ী প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:
দিনাজপুরের ফুলবাড়ীতে এখন ধান কাটার উপযুক্ত সময় হলেও শ্রমিকের অভাবে অধিকাংশ জমির ধান মাঠেই পড়ে আছে।
ফলে অতিবৃষ্টি বা ঝড়ে ফসল নষ্ট হবার শঙ্কা নিয়ে কাটাচ্ছে এখানকার কৃষকরা।
সরজমিনে দেখা গেছে, ফুলবাড়ীর বারকোনা, চকশাহবাজপুর, কৃষ্ণপুর, শিবনগর, মহেশপুর, আলাদিপুর, তেতুলিয়াসহ বেশ কিছু এলাকার প্রায় অর্ধেকেরও বেশি জমিতে পাকা ধান পড়ে আছে।
তেতুলিয়ার কৃষক আব্দুল হালিম জানান, প্রথম অবস্থায় প্রতি একর ধান কাটার মুল্য ৪ হাজার ৫শত টাকা ছিল তা এখন বেড়ে দাড়িয়েছে ৬ হাজার টাকায়, তারপরেও এখন পর্যন্ত লোক পাই নাই।
চকশাহবাজপুরের আজম আলী জানান, কাটার অভাবে আমার অনেক জমির ধান ঝরে পড়েছে, ধান মজুরের দলের সাথে কথা হলেও তারা তা রক্ষা করতে পারছেনা।
খোঁজ নিয়ে জানা যায়, মূলত ১২ বা ১৪ জন শ্রমিকের দল ধান কেটে বেড়ায়। ফুলবাড়ীর প্রায় বেশীর ভাগ ধান কাটার জন্য যে শ্রমিক ব্যবহার করা হয় তারা সবাই রংপুর মিঠপুকুর এলাকা থেকে আসে। এবার পরিমানে এতো কম মজুর ফুলবাড়ীতে এসেছে যে তাদের পাওয়া এখন সোনার হরিন পাওয়ার মত।
কৃষকদের অভিযোগ, এত উচ্চ মূল্য দিয়ে ধান কেটে ঘরে তোলার পর যে বাজার মুল্য তাতে খরচই ওঠেনা। এভাবে যদি কৃষক ক্ষতিগ্রস্থ হয়,তবে হয়তো অনেক কৃষকই ধান চাষ ছেড়ে দিতে বাধ্য হবে।
প্রতিক্ষণ/এডি/হারুন/আরেফিন