ফের হরতালের ঘোষণা বিএনপির

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৬:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

downloadলেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বিএনপি। এছাড়া চলমান অবরোধের পাশাপাশি শনিবার ২০ দলের গণমিছিল এবং রোববার থেকে ৭২ ঘণ্টা হরতাল পালনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান বিএনপির যুগ্মমহাসচিব সালাউদ্দিন আহমেদ।

শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তিনি কর্মসূচি ঘোষনা করেন।

সালাহ উদ্দিন বলেন, টিএসসির মতো স্থানে  পুলিশ বেষ্টনির মধ্যেও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড প্রমাণ করে এদেশের কোনো নাগরিকের জান-মালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ।

‘আমরা অভিজিৎ হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’বিবৃতিতে সালাহ উদ্দিন বলেন, রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফেরত দেয়ার এই আন্দোলনকে (২০ দলের) সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড হিসেবে উপস্থাপনের সীমাহীন অপচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে চলমান অবরোধের পাশাপাশি শনিবার ২০ দলের গণমিছিল এবং রোববার থেকে ৭২ ঘণ্টা হরতাল পালনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির যুগ্মমহাসচিব।

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পুনরায় রিমান্ডে নেওয়ার নিন্দা জানিয়ে তিনি বলেন, তার যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

২০ দলের অবরোধে নাশকতার মধ্যে পেট্রোল বোমাসহ আটক ছাত্রদল নেতা জাকির হোসেন ও মৃণাল কান্তিকে ‘বোমাবাজ’ সাজানো হয়েছে বলে দাবি করেন সালাহ উদ্দিন।

প্রতিক্ষণ/এডি/নয়ন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G