ফের ১০ দিনের রিমান্ডে মান্না
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
এর আগে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা অপর একটি মামলায় ১০ দিনের রিমান্ডে ছিলেন তিনি। রিমান্ড শেষে শনিবার দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে।
দুপুর তিনটায় অনুষ্ঠিত রিমান্ড শুনানিতে এ আবেদন মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল হক।
ঢাকা মহানগর হাকিম আতাউল হকের আদালতে শনিবার বিকালে রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে মান্নাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
গত ৫ মার্চ সন্ধ্যায় গুলশান থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এসআই) এসআই শেখ সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে মান্না-খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমতি চায় পুলিশ। ৪ মার্চ অনুমোদনের পরদিন মামলাটি দায়ের করা হয়।
প্রতিক্ষণ/এডি/রবি