ফেসবুক আসক্তি থেকে মুক্তি দিবে কিবোর্ড

প্রকাশঃ এপ্রিল ১৪, ২০১৫ সময়ঃ ৬:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

facebook-front_অনেকেই আছেন একবার ফেসবুকে বসলে কোনো দিকে খেয়াল থাকে না। দিন দুনিয়ার সব ভুলে যান। পরে হয়তো আফসোস হয় ফেসবুকে বেশি সময় কাটানোর জন্য। তাই, ফেসবুক আসক্তি থেকে মুক্তি পাবার উপায় নিয়ে আসছে ম্যাসাচুসেটসের একদল বিজ্ঞানী।

তাদের দাবি ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারকারীদের আসক্তি থেকে মুক্তি দিতে পারে বিশেষ ধরনের কিবোর্ড।

গবেষকরা জানান, কোনো ব্যবহারকারী যদি অতিরিক্ত সময় ধরে ফেসবুক ব্যবহার করে, তাহলে কিবোর্ড সংক্রিয়ভাবে বিদ্যুৎ শক দেয়া শুরু করবে। ফেসবুক ব্যবহার বন্ধ না করা পর্যন্ত ব্যবহারকারীকে বারবার শক দিতেই থাকবে কিবোর্ড।

রবার্ট মরিস ও ড্যান ম্যাকডাফ এ গবেষণাটি পরিচালনা করেন। গবেষকদ্বয় নিজেরাই ফেসবুকে আসক্ত ছিলেন। তারা সপ্তাহে প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত ফেসবুকে সময় কাটাতেন। এই আসক্তি থেকে মুক্তি পেতেই তারা নতুন ধরনের কিবোর্ড তৈরির পরিকল্পনা করেন। এ কিবোর্ড কোনো অ্যাপ্লিকেশন বা কোনো ওয়েবসাইটে অতিরিক্ত সময় কাটানোর বিষয়টি হিসেব করবে এবং অতিরিক্ত সময় পার হলেই বিদ্যুতের শক দেবে।

কিবোর্ডের বিদ্যুৎ পরিবাহী ধাতব ধারগুলোয় নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক পরিবাহিত হবে। তবে, বৈদ্যুতিক শক শুনে এতো ভয় পাবার কিছু নেই। কারণ, এই শক এতো বিপজ্জনক হবে না বলে জানান গবেষকরা।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G