ফেসবুক কুপোকাত করতে আসছে ‘মাইন্ডস’

প্রকাশঃ জুন ১৮, ২০১৫ সময়ঃ ১:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

anoএই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক-কে কুপোকাত করতে আসছে মাইন্ডস ডটকম (Minds.com) নামের একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট।

নিরাপত্তার দিক থেকে যার ধারে কাছেও কেউ থাকবে না। বিভিন্ন সংস্থা তো বটেই, এই সাইটে আপনার প্রোফাইল ট্র্যাক করতে পারবে না সরকারও। এমনই দাবি সাইটের প্রস্তুতকারক সংস্থা অ্যানোনিমাস।

হ্যাকার গোষ্ঠী হিসেবে খ্যাত অ্যানোনিমাস বাজারে আনতে চলেছে নতুন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, মাইন্ডস ডটকম। সংগঠনের বক্তব্য, অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মতোই মাইন্ডস ডটকম নিজের প্রোফাইলে আপডেট, শেয়ার, কমেন্ট, লাইক, মেসেজ করা যাবে। তবে এই সাইটের মূল বৈশিষ্ট হলো, এর প্রাইভেসি। ব্যবহারকারীদের নিরাপত্তা যাতে কোননোভাবেই বিঘ্নিত না হয়, তার জন্য সাইটটি এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে কোনো বেসরকারি সংস্থা, সরকার আপনার প্রোফাইল ট্র্যাক করতে না পারে।

এই সাইটের আরেকটি বৈশিষ্ট হলো, ব্যবহারকারীরা বিভিন্ন পোস্টের সঙ্গে যত বেশি সম্পৃক্ত হবেন, ততো পয়েন্ট বাড়তে থাকবে। যে ব্যবহারকারী যত বেশি অ্যাক্টিভ থাকবেন, তাকে বিশ্বের দরবারে প্রোমোট করবে মাইন্ডস ডটকম। ইতোমধ্যেই সাইটটি পরীক্ষামূলকভাবে চালু করেছে অ্যানোনিমাস।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G