ফোরকান মল্লিকের রায় আজ
নিজস্ব প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগে ফোরকান মল্লিকের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ বৃহস্পতিবার। রায় ঘোষণা উপলক্ষে ফোরকান মল্লিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার দুই পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ঠিক করেন। ২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বহু প্রতীক্ষিত বিচার শুরুর পর এটি হবে বিংশতম রায়। স্বাধীনতা যুদ্ধের সময় পটুয়াখালীর ফোরকান মল্লিক মুসলিম লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
ওই সময় তার বিরুদ্ধে আটজনকে হত্যা, গণহত্যা, ৪ জনকে ধর্ষণ, ৩ জনকে ধর্মান্তরে বাধ্য করা, ১৩টি পরিবারকে দেশান্তরে বাধ্য করা, ৬৪টি বসতবাড়ি ও দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ- এ পাঁচটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর