ফ্রান্সে ২০টি মসজিদ বন্ধ করেছে প্রশাসন

প্রকাশঃ আগস্ট ২, ২০১৬ সময়ঃ ৩:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

f4c84f00-7f2f-41aa-bc48-7685d0ad5ad0_16x9_600x338_227907

গত কয়েক মাসে ফ্রান্সে ২০টি মসজিদ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।উগ্রপন্থি মতবাদ রুখতে জরুরি ক্ষমতা বলে ভবিষ্যতে আরো মসজিদ বন্ধের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনোভ। ফ্রান্সে বেশ কয়েকটি বড় হামলার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফ্রান্সে বসবাসরত মুসলিম নেতাদের সঙ্গে এক বৈঠকের পর তিনি এ তথ্য জানান। ক্যাজেনিউয়েভ বলেন, দেশের বিভিন্ন অংশে এসব মসজিদ ছিল। এছাড়া, গোঁড়াবাদী ইসলামের প্রচার করা হচ্ছে -এমন বিবেচনায় আরো বেশকিছু ধর্মীয় কেন্দ্র বন্ধ করা হয়েছে বলে জানান তিনি।

ক্যাজেনিউয়েভ বলেন, “প্রেয়ার হল কিংবা মসজিদ যাই হোক না কেন যেখান থেকে ঘৃণা-বিদ্বেষ ছড়ানো হবে তা বন্ধ করে দেয়া হবে। এছাড়া, রাষ্ট্রীয় নীতির প্রতি যাদের সম্মান নেই বিশেষ করে নারী-পুরুষের সমতায় যাদের বিশ্বাস নেই তাদেরও কোনো স্থান নেই ফ্রান্সে। সে কারণে কয়েক মাস আগে রাষ্ট্রীয় জরুরি অবস্থার মধ্যে আমি এসব মসজিদ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। এ পর্যন্ত ২০টি মসজিদ বন্ধ করা হয়েছে এবং আরো কিছু বন্ধ করা হবে।”  

গত সপ্তাহে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভল্স বলেছেন, বিদেশি অর্থে ফ্রান্সে মসজিদ নির্মাণ বন্ধের ওপর সাময়িক নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছেন তিনি।

ফ্রান্সের মুসলিম কাউন্সিলের প্রধান আনুয়ার কিবেখ বলেন, মসজিদগুলোতে অর্থ বরাদ্দ দিতে এক মাসের মধ্যে নতুন একটি তহবিল গঠিত হবে।

গত মাসের মাঝামাঝি সময়ে তিউনিসিয়ান বংশোদ্ভূত এক মুসলিম নিস শহরে বাস্তিল উৎসব চলাকালীন লরি চাপা দিয়ে ৮৪ জনকে হত্যা করে। এর আগে গত বছরের নভেম্বরে প্যারিস জুড়ে বন্দুকধারীদের সিরিজ হামলায় ১৩০ জন নিহত হয়। গত কয়েক বছরে পুরো ইউরোপ জুড়ে এরকম বেশ কটি বড় হামলা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G