বই হবে ‘গাছ’
পৃথিবীতে প্রতিনিয়ত নানা বিস্ময়কর মজার ঘটনা ঘটছে। এমন সব ঘটনা শুনে মনের ভেতর একটা প্রশ্নই উঁকিঝুঁকি মারে, আসলেই কি সম্ভব ? হ্যাঁ দুনিয়াতে অনেক কিছুই সম্ভব। যেমন, পড়া শেষে আপনার বই মাটিতে পুঁতে দিলে, হবে গাছ। অন্য গাছের মতোই দেবে ফল।
আর্জেন্টিনার এক পাবলিশার সম্প্রতি এমনই কাগজ তৈরি করেছেন।
ছাপা হওয়া এ বই পড়া শেষে মাটিতে পুতে দিলে, অন্য গাছের মতোই চারা গজাবে। হবে আস্ত গাছ।
জানা গেছে, কাগজটি গাছের ডাল থেকে বিশেষভাবে তৈরি।
তবে সব বই এই কাগজে তৈরি হচ্ছে না। কেবল বাচ্চাদের বইগুলো এই কাগজে তৈরি করছে প্রকাশনাটি। কেননা অধিকাংশ সময়ই বাচ্চারা বই ছিঁড়ে ফেলে। সেটা যেন কাজে লাগে, এমন চিন্তা থেকেই এ অভিনব উদ্যোগ।
কোম্পানির এক কর্মকর্তা বলেন, কাগজটি তৈরিতে বেশকিছু ক্যামিকেল ব্যবহার করা হয়েছে, তবে কোনো বিপজ্জনক ক্যামিকেলের সংমিশ্রণ নেই।
কোম্পানি বলেছে, ৮ থেকে ১২ বছরের বাচ্চাদের পড়ার বইগুলোই এই কাগজে তৈরি করা হচ্ছে। এতে শিশুদের তারা বোঝাতে চাচ্ছে বই গাছ থেকেই তৈরি হয়, ইন্টারনেট থেকে নয়।
তথ্য সূত্র: এক্সপ্রেস
প্রতিক্ষণ/এডি/জহির