বকেয়া বেতন পরিশোধের দাবি গার্মেন্টস শ্রমিকদের
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ব্যানারে রবিবার সকালে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বকেয়া বেতন, ঈদ বোনাস প্রদান, বেআইনীভাবে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গার্মেন্টস শ্রমিকরা অবস্থান কর্মসূচিতে অবস্থান নেয়।
এ সময় সোয়ান গার্মেন্টসের শ্রমিক আফরোজা আক্তার সরকারের উদ্দেশে বলেন, ঈদ আসলে আপনারা বিদেশে শপিং করতে যান, আর আমরা তিন মাস ধরে বেতন পাই না। আমাদের বেতনের ব্যবস্থা করেন, না হয় গুলি করে মারেন। আমাদের উপর লাঠিচার্জ করেন, কোনো আপত্তি নাই, আমাদের তো পুঁটি মাছের আত্মা।
আফরোজা আক্তার জানান, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান খান অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বলেন,‘এখন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গার্মেন্টস মালিকের কাছে পাওনা আদায় করতে হবে।’
এ ছাড়া কর্মসূচিতে বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, সিপিবির কেন্দ্রীয় নেতা জলি তালুকদার, শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালিকুজ্জামান লিপন, শ্রমিক নেতা শহীদুল ইসলাম সবুজ, রুহুল আমিন প্রমুখ ।
প্রতিক্ষণ/এডি/জুয়েল