বগুড়ায় দগ্ধ ট্রাক হেলপার আসিফ মারা গেছেন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৯:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

bogra_banglanews24_328982155বগুড়ায় ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ ট্রাক হেলপার আসিফ (৩০) চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। শনিবার (০৭ ফেব্রুয়ারি) দিবাগত ২টায় তিনি মারা যান।
বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টা হরতাল শুরুর আগের রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার শাহজাহানপুর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের রূপিহার এলাকায় পণ্যবোঝাই একটি ট্রাকে আগুন দেয় হরতাল-অবরোধকারীরা। এ ঘটনায় ৩ জন দগ্ধ হন। বাকি ২ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এএসপি) গাজীউর রহমান। হাসপাতালে ভর্তি তালিকায় নিহতের বাড়ি সিরাগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনমুখী গ্রামে বলে জানা যায়।

 

প্রতিক্ষণ/এডি/জেমস

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G