বগুড়ায় নারী ভাইস চেয়ারম্যান আটক
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বগুড়ার গাবতলী উপজেলার নারী ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনিকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৬ টার দিকে সদর পুলিশ ফাঁড়ির সামনে মহিলা দলের বিক্ষোভ মিছিল থেকে তাকে আটক করা হয়।
সুরাইয়া জেরিন গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান লিটনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি কার্যালয়ে হামলার প্রতিবাদে শনিবার বিকেল ৫ টার দিকে জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর পুলিশ ফাঁড়ির সামনে আসার পর পুলিশ বাধা দেয়।
এ সময়ব উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা এবং ধাক্কাধাক্কির পর পুলিশ মহিলা দলের নেত্রী ও গাবতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনিকে আটক করে থানায় নিয়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাবতলী উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ও মহিলা দলনেত্রী সুরাইয়া জেরিন রনিকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে।
প্রতিক্ষণ /এডি/শিমুল