বগুড়ায় বাস-ট্রাকে আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১০:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৫ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bus truckবগুড়ায় মহাসড়কের বিভিন্ন স্থানে একটি বাস ও দুটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে জেলার দুপচাঁচিয়া উপজেলা এলাকায় একটি পণ্যবাহী পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই পিকআপ ভ্যান স্ট্রবেরি নিয়ে আক্কেলপুর থেকে ঢাকা যাচ্ছিল।

পথে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করলে পিকআপে আগুন ধরে যায়। চালক ও হেলপার দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহত হয়নি। তবে স্ট্রবেরিসহ পিকআপটি পুড়ে গেছে।

এদিকে বুধবার রাত ১০ টার দিকে দুর্বৃত্তরা চারমাথা বাস টার্মিনালের অদূরে ভবের বাজারে মহাসড়কসংলগ্ন একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে রাত ১২টার দিকে শহরতলির ঝোপগাড়ি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার বাস-ট্রাকে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ নাশকতায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে।

এদিকে জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (এএসপি-হেডকোয়ার্টার) গাজিউর রহমান জানান, বুধবার গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতা মামলার ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবাই ২০ দলীয় জোটের নেতা-কর্মী।

প্রতিক্ষণ /এডি/বিপ্লব

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G