বগুড়ায় সারবাহী ট্রাকে আগুন
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
বগুড়ায় ২০ দলীয় জোটের ডাকা লাগাতার ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিন চালক ও তার সহযোগীকে নামিয়ে দিয়ে সারবাহী ট্রাকে আগুন দিয়েছেন হরতাল ও অবরোধ সমর্থকরা।
বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরের এরুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউরিয়া সার বোঝাই ট্রাকটি বগুড়া থেকে নওগার দিকে যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ৭ টার দিকে এরুরিয়া বাজারের কাছাকাছি আসতেই ট্রাক লক্ষ্য করে প্রথমে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা।
এরপর ৪/৫ জনের একটি দল ট্রাকচালক ও তার সহাযোগীকে জোড়পূর্বক ট্রাক থেকে নামিয়ে দেয়। কিছুক্ষণ পরে কেরোসিন ও পেট্রোল জাতীয় পদার্থ ঢেলে ট্রাকের সামনের অংশে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে অবরোধ ও হরতাল সমর্থকরা।
কিছুক্ষণ পর স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ট্রাকের মূল যন্ত্রাংশের ব্যাপক ক্ষতি হয়।
এছাড়া ট্রাকে থাকা সারের বেশ কিছু বস্তা পুড়ে গেছে ও আগুনের তাপে নষ্ট হয়ে গেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা স্বীকার করেন।
প্রতিক্ষন/এডি/ফারুখ