বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনী করবে ডিএনসিসি

প্রকাশঃ আগস্ট ১১, ২০১৫ সময়ঃ ৭:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bangabandhu‘চিত্র গাঁথায় শোকগাথা’ শিরোনামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু দুর্লভ ছবি নিয়ে তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।আগামীকাল বৃহস্পতিবার থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হওয়া এ প্রদর্শনী চলবে শনিবার রাত ১০টা পর্যন্ত। মঙ্গলবার মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক।

তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর লক্ষাধিক ছবি থেকে বাছাই করে ১৫০টির মতো দুর্লভ ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করছি। এ প্রদর্শনীর বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি আরো বলেন , সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। শুক্রবার উন্মুক্ত থাকবে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। আর শনিবার ১৫ আগস্ট উপলক্ষে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

আনিসুল হক বলেন, এখানে এমন কিছু ফটো প্রদর্শন করা হবে, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও দেখেননি। বঙ্গবন্ধুর ১৯৪২ সালের ফটোও এখানে স্থান পাচ্ছে। কাজেই নতুন প্রজন্ম এ উদ্যোগের মাধ্যমে বঙ্গবন্ধুর আরো কাছাকাছি যাওয়ার সুযোগ পাবে। প্রদর্শনীতে সর্বসাধারণের সুবিধার কথা চিন্তা করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যাতায়াতের ক্ষেত্রে রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। এছাড়া এতে কোনো প্রবেশ মূল্য রাখা হবে না।

স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও এ প্রদর্শনীতে আসবে উল্লেখ করে তিনি বলেন, স্কুল-কলেজের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এ প্রদর্শনীতে আসবে। ইতোমধ্যে, সংশ্লিষ্ট শিক্ষা-প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রদর্শনীর ভেন্যুর আয়তন ১ লাখ বর্গফুট। কাজেই কোনো সমস্যা হবে না দর্শনার্থীদের।

সংবাদ সম্মেলনে ডিএনসিসির সচিব মোহাম্মদ আবু ছাইদ শেখ, প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রিপন কুমার সাহাসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষন/এডি/এমএস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G