বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশঃ মার্চ ৭, ২০১৫ সময়ঃ ৯:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

11039013_643158652480256_7139350483134430036_oসাত মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল সকালে ধানমন্ডির ৩২নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা জানানো শেষে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‍এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পরে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতারা ফুল দিয়ে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সাংবাদিকদের ‍বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, জঙ্গিবাদী কর্মসূচি দিয়ে খালেদা জিয়া দেশে জ্বালাও-পোড়াও করছেন। এভাবে ক্ষমতায় যাওয়া যাবে না।
২০১৯ সালের আগে কোনো নির্বাচন নয় বলেও উল্লেখ করেন তিনি। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল বলেন, যারা ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলে তারা জ্ঞান পাপী।

৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G