বঙ্গোপসাগরে ২৫টি ট্রলারডুবি

প্রকাশঃ সেপ্টেম্বর ২১, ২০১৫ সময়ঃ ৫:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

cox's bazarলঘুচাপের কারণে শনিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে অন্তত ২৫টি মাছ ধরার ট্রলারডুবির খবর পাওয়া গেছে।

এছাড়া ঝড়ের কবলে পড়ে আরো অর্ধ শতাধিক ট্রলারসহ শতাধিক জেলে এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, প্রচন্ড সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারের প্রায় দুই শতাধিক জেলে বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন উপকূল হিরণ পয়েন্ট, দুবলা, আলোরকোল এবং নারকেল বাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছে।

এসব জেলেদের উদ্ধারে জেলা ট্রলার মালিক সমিতির উদ্যোগে ট্রলারযোগে পৃথক চারটি উদ্ধারদল পাঠানো হয়েছে বলে জানান বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

ফিরে আসা জেলেদের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী আরও জানান, কয়েকদিন ধরেই সাগর উত্তাল ছিল। শনিবার রাত থেকে সাগরের ভয়াবহতা আরো বাড়তে থাকে।

তিনি বলেন, সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের কচিখালি, নারকেলবাড়িয়া, কটকা, ডিমের চর, সাতবাম এলাকা থেকে এ পর্যন্ত ২৫টি ট্রলার ডুবে যাওয়ার খবর তিনি পেয়েছেন। এছাড়া অর্ধ শতাধিক ট্রলারের সঙ্গে এখনো কোনো যোগাযোগ করতে পারছে না ট্রলার মালিকরা।

গোলাম মোস্তফা চৌধুরী আরো জানান, এসব ট্রলারের মধ্যে ঠিক কতগুলো ডুবে গেছে, আর কতগুলো সুন্দরবন সংলগ্ন বনভূমিতে আশ্রয় নিতে পেরেছে তা এখনো জানা যায়নি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G