বন্দুকযুদ্ধে আহত যুবদলকর্মীর মৃত্যু

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৫:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

arifলক্ষ্মীপুরের কমলনগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ যুবদলকর্মী মো. আরিফ হোসেন (২৪) মারা গেছেন।

বুধবার সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আরিফ হোসেন কমলনগরের চরজাঙ্গালিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর) মো. জুনায়েত কাউছার চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

গত ১ মার্চ রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত হন আরিফ হোসেন ও মাইন উদ্দিন (৩০)। ওই দিন রাতেই তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর পুলিশ জানিয়েছিল, নাশকতার চেষ্টাকালে টহল পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীদের ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪টি পেট্রোলবোমা ও একটি গাছ কাটা করাত উদ্ধার করা হয়। সেখানে ৪ পুলিশ সদস্য আহত হন।

এদিকে, লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফ দাবি করেছিলো, পুলিশ তাদের দুই জনকে আটকের পর পায়ে গুলি করে।

প্রতিক্ষণ /এডি/মজিদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G