বরগুনায় সহিংসতায় আহত ২

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৬ সময়ঃ ১:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৫ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধি :

bargunaইউপি নির্বাচনে বিরোধিতার জেরে বরগুনার নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া গ্রামে এক যুবককে পিটিয়ে জখম করেছে আওয়ামী লীগ কর্মীরা। আহত সজল (৩০) পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী। ঘটনাটি ঘটেছে রোববার রাতে।

অন্যদিকে সোমবার দুপুরে ঢলুয়া ইউনিয়নের মোল্লার হোড়া গ্রামে আওয়ামী লীগের নির্বাচনী এজেন্ট জলিল মুন্সিকে পিটিয়ে আহত করেছে বিজয়ী বিএনপি সমর্থিত চেয়ারম্যানের কর্মীরা।

রোববার দুপুরে ঢলুয়া ইউনিয়নের মোল্লার হোড়া গ্রামে আব্দুল জলিল মুন্সি নামে নৌকার এক এজেন্টকে পিটিয়েছে বিজয়ী বিএনপি প্রার্থীর সমর্থকারা। হাসপাতালে চিকিৎসাধীন জলিল মুন্সি বলেন, ‘নির্বাচনে পরাজয়ের পর চেয়ারম্যানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলাম। গতকাল বাড়ি ফেরার পর সোমবার দুপুরে বিএনপি কর্মী অপু মোল্লা, নাজমুল মোল্লা, রাকিব মোল্লা ও তার সহযোগীরা আমার বাড়িতে এসে আমাকে বেধড়ক পেটায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বরগুনা হাসপতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।’

অপরদিকে হামলায় গুরুতর জখম সজল জানান, রোববার রাত সাড়ে সাতটার দিকে এলাকায় ফিরলে পরীরখাল এলাকার শহীদ গর্জনবুনিয়ার রাসেল, সবুজ, মাজেদ, নিজাম, আলতাফ ও সজীবসহ ১০/১৫ জন রাত ন’টার দিকে তার ওপর হামলা চালায়।

এ ব্যাপারে নলটোনা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবিরের মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। অপরদিকে ৭নং ঢলুয়া ইউপির চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু মুঠোফোনে বলেন, আমার কর্মীদের সবাইকে সংযত থাকতে বলা হয়েছে। কেউ যদি কোন সহিংসতার ঘটনা ঘটায়, সে দায়িত্ব ব্যক্তিগত।

 

প্রতিক্ষণ/এডি/জোবাইদা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G