বরফ শহর : হারবিন

প্রকাশঃ মে ১৮, ২০১৬ সময়ঃ ৯:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১১ অপরাহ্ণ

Harbin_Ice_Festival
হারবিন চীনের ছোট কিন্তু সুন্দর প্রদেশ হেইলংজিয়ানের একটি শহর। সং হুয়াং চিয়াং নামের এ শহরটিকে বলা হয় ‘বরফের শহর’ । হারবিনের বরফ-তুষার শিল্পের ইতিহাস বেশিদিনের নয়। উনিশ শতকের মাঝামাঝি সময়ে এ শিল্পের শুরু। AP_Harbin_Ice_Festival_1_ER_160105_19x12_1600সে সময় প্রথম হারবিনের চাওলিন পার্কে বরফ-লণ্ঠন বাগান পার্টির আয়োজন করা হয়। বরফ-ভাস্কর্য শিল্পীরা হারবিন শহরের মধ্য দিয়ে চলা নদীর বরফ দিয়ে শিল্প সৃষ্টির পাশাপাশি বৈদ্যুতিক আলো ব্যবহার করে আরও বৈশিষ্ট্যময় বরফ-লণ্ঠন শিল্প হিসেবে গড়ে তোলেন।
160106143337-3-harbin-day-2-super-169

 হারবিনের অধিবাসীরা বিশেষ যন্ত্র দিয়ে বরফের বিভিন্ন রকম মূর্তি কাটেন। এই বরফ হচ্ছে বরফ ভাস্কর্য তৈরীর সবচেয়ে প্রয়োজনীয় প্রাকৃতিক উপাদান। সেখানে প্রাচীনকালের বৈশিষ্ট্যসম্পন্ন ভবন , রাজপ্রাসাদ, দুর্গ ইত্যাদি সবই বরফ দিয়ে তৈরি। প্রতি বছরে এখানে এক বিশেষ প্রতিপাদ্য থাকে। আপনি বরফ দিয়ে তৈরি ধাপে হেঁটে হেঁটে ওপরে যেতে পারেন।

第十一届哈尔滨冰雪大世界、The_Eleventh_Harbin_Ice_Snow_World、IMG_0105

ক্লান্ত হলে পার্কের ভিতরে বরফ দিয়ে তৈরি বারে গিয়ে কিছুক্ষণ বসে শত বছরের পুরাতন হারবিন বিয়্যার খেতে পারেন। সাধারণত এখানকার টিকিটের দাম ৩শ’ ইউয়ান। ছুটি বা উত্সব চলাকালে টিকিটের দাম ৩৩০ ইউয়ান।

wires_1451995326946-600

হারবিনে গেলে বরফ ভাস্কর্য ছাড়া তুষার ভাস্কর্যও দেখতে হবে। সোংহুয়াংচিয়াং নদীর উত্তর তীরে অবস্থিত সূর্যদ্বীপ হচ্ছে তুষার ভাস্কর্য উপভোগ করার ভাল জায়গা। সূর্যদ্বীপে বায়ু খুব টাটকা, দুষণমুক্ত এবং তুষারের গূণগত মান ভালো। প্রতি বছর এখানে তুষার ভাস্কর্যমেলা অনুষ্ঠিত হয়।

প্রতিক্ষণ/এ.ডি./এস. টি.

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G