বরিশালে নৌ দূর্ঘটনায় নিহত ৫
প্রতিক্ষণ ডেস্কঃ
বরিশালের কীর্তনখোলা নদীতে বিআইডব্লিউটিসির স্টিমার পিএস মাহসুদ ও ঢাকাগামী সুরভী-৭ লঞ্চের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ দূর্ঘটনায় এখন পর্যন্ত ৫ যাত্রীর লাশ উদ্ধার হয়েছে। এছাড়া গুরুতর আহত আরো ৮ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
মো. মোস্তাফিজুর রহমান জানান, পিএস মাহসুদ যাত্রী নিয়ে বরিশাল নৌবন্দরের উদ্দেশে আসছিল। অপরদিকে বরিশাল নৌবন্দরে যাত্রী নামিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় এমভি সুরভী-৭। ফজরের নামাজের সময় কীর্তনখোলা নদীর চরবাড়িয়া এলাকায় লঞ্চ-স্টিমারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্টিমারটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর সুরভী-৭ লঞ্চ ঢাকার উদ্দেশে পালিয়ে গেছে।
ঐ লঞ্চে থাকা ৫ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়ে মোস্তাফিজুর রহমান। তিনি আরো জানান, নিহতদের মধ্যে ৩জন নারী। নিহত ৫জনের মধ্যে দুজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মোড়লগঞ্জের আব্দুর রহিমের স্ত্রী সীমা আক্তার (২০) ও বরিশাল নগরীর ৩নং ওয়ার্ডের বাসিন্দা চামাল উদ্দিনের ছেলে তামান্না আক্তার (১২)। তবে বাকি ৩ জনের পরিচয় পাওয়া যায়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কেতয়ালী) আজাদ রহমান জানান, আহত ৮ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সর্ভিসের উদ্ধারকারী বাহিনী।
চারটি লাশ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া একটি লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে বলে ফায়ার সর্ভিসের নৌ-স্টেশন অফিসার জানিয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া