বসবাসের যোগ্য পাঁচ শহর

প্রকাশঃ আগস্ট ২১, ২০১৫ সময়ঃ ২:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় তার বসবাসের জায়গায়টা যেন সুন্দর হয়। আর পৃথিবীতে অনেক বসবাসের উপযোগী জায়গায় রয়েছে তার সাথে সাথে অনেক অনুপযোগী জায়গায় রয়েছে। তবে এক জরিপের মাধ্যমে ‘দ্য ইকোনমিস্ট’ বসবাসের যোগ্য পাঁচটি সেরা শহরের নাম ঘোষণা করেছে। সেরা পাঁচে এশিয়ার একটা শহরও নেই।

মেলবোর্ন :

melbourn

অস্ট্রেলিয়ার রাজধানী মেলবোর্ন সত্যিই অসাধারণ এক শহর৷ দ্য ইকোনমিস্ট ব়্যাকিংয়ে ৯৭ দশমিক ৫ পয়েন্ট দিয়ে সবার ওপরে রয়েছে মেলবোর্ন৷ দেখার মতো অনেক কিছুই আছে এ শহরে৷ ফেডারেশন স্কয়্যার, রয়্যাল বোটানিকেল গার্ডেন, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ইউরেকা টাওয়ার, এমনকি এখানকার চিড়িয়াখানায় গেলেও আপনি মুগ্ধ হবেন৷

ভিয়েনা :

Vienna

মেলবোর্নের চেয়ে সামান্য পিছিয়ে ভিয়েনা৷ অস্ট্রিয়ার রাজধানী শহরটি পেয়েছে ৯৭ দশমিক ৪ ভাগ ব়্যাকিং ভোট৷ সেখানে গেলে কিন্তু হোফবুর্গ, স্প্যানিশ রাইডিং স্কুল, স্টিফেন্স ক্যাথেড্রাল এবং শহরের বিখ্যাত প্রাসাদ রয়েছে। এছাড়া এ শহরের ক্যাফেগুলো অসাধারণ৷ আর পায়ে ব্যাথা থাকলে ঘোড়ায় চড়েই এই শহরটা দেখা যাবে৷

কানাডার ভ্যানকুভার :

Vancouver_City

বন্দর নগরী ভ্যানকুভার৷ ব়্যাকিংয়ে পয়েন্টের দিক থেকে ক্যানাডার এই শহরও সেরা হওয়া মেলবোর্নের খুব কাছে৷ ৯৭ দশমিক ৩ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে ভ্যানকুভার৷ এ শহরে পর্যটকদের প্রধান আকর্ষণের তালিকায় সবসময় স্ট্যানলি পার্ক, গ্র্যানভিল দ্বীপ, কিটসিলানো বিচ, গ্রাউস মাউন্টেন, চায়না টাউন, ক্যানাডা প্যালেসের মতো কিছু নয়নাভিরাম স্থান৷

টরন্টো :

toronto

কানাডার রাজধানী টরন্টো দেখার মতো রয়েছে অনেক কিছু। ইকোনমিস্টের বিশেষজ্ঞরা মনে করেন, মেলবোর্ন, ভিয়েনা বা ভ্যানকুভারের চেয়ে টরন্টোও শান্তিতে বসবাসের জন্য কোনো অংশে কম উপযোগী নয়৷ তাই ৯৭ দশমিক ২ পয়েন্ট পেয়েছে টরন্টো৷ এ শহরে রয়েছে, তাঁরা ন্যাশনাল টাওয়ার, সিটি হল, ইয়ঙ্গে-ডুন্ডাস স্কয়্যার, সেন্ট মাইকেল ক্যাথেড্রালের মতো জায়গাগুলোর কথা কোনোদিন ভুলতে পারবেন না৷

অ্যাডিলেড :

adelade

তালিকাটি শেষ হয়েছে অস্ট্রেলিয়ারই আরেক শহর অ্যাডিলেড৷ অ্যাডিলেড পেয়েছে ৯৬ দশমিক ৬ পয়েন্ট৷ সাউথ অস্ট্রেলিয়া রাজ্যের রাজধানী অ্যাডিলেড অস্ট্রেলিয়ার পঞ্চম বৃহত্তম শহর৷ তবে শুধু আয়তনের জন্যই নয়, সৌন্দর্যের জন্যও শহরটি খুব উল্লেখযোগ্য৷ এ শহরে আর্ট গ্যালারি অফ সাউথ অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া মিউজিয়াম, গ্লেনলেগ গ্রাম, ফেস্টিভ্যাল সেন্টারের মতো অনেক জায়গা আছে৷

প্রতিক্ষণ/এডি/এমএস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G