বহিষ্কৃত ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

প্রকাশঃ মার্চ ৭, ২০১৫ সময়ঃ ৬:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

josoreযশোর জেলা ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম সম্পাদক আহসানুল করিম রহমানকে গণপিটুনি দিয়েছে এমএম কলেজের শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে এমএম কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। আহত করিমকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রলীগের যুগ্ম সম্পাদক থাকাকালে আহসানুল করিম রহমান চাঁদার দাবিতে শহরের খড়কি এলাকার একটি বাড়ির দরজা জানালা খুলে নিয়ে যান। এ ঘটনায় দেশব্যাপি তোলপাড় হলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, করিম রহমানের বিরুদ্ধে এমএম কলেজে ভর্তি করে দেয়ার কথা বলে কিছু শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ রয়েছে। শনিবার ওই শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান, শহরের খড়কি এলাকায় চাঁদার দাবিতে একটি বাড়ির দরজা জানালা খুলে নেয়ার ঘটনায় রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

এরপর থেকে ছাত্রলীগের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। ভর্তির নামে টাকা নেয়ায় শনিবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের হাতে সে মারপিটের শিকার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিক্ষণ /এডি/নাহিদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G