বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর

প্রকাশঃ মার্চ ১৫, ২০১৬ সময়ঃ ২:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

11291বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন সাবেক অর্থসচিব ফজলে কবির। দেশে ফিরলে দায়িত্ব গ্রহণ করবেন বলে সচিবালয়ে সাংবাদিকদের জানালেন অর্থমন্ত্রী।  

এদিকে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন  গভর্নর ড. আতিউর রহমান।  ইতোমধ্যে  প্রধানমন্ত্রীর কার্যালয়ও ছেড়ে গেছেন তিনি । এছাড়া সদ্য বিদায়ী গভর্নর ড. আতিউর রহমান দুপুর ৩টায় গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন। 

তাঁর পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম। নতুন  গভর্নর ফজলে কবির না ফেরা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে চলমান বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি হয়ে যাওয়ার ক্যালেঙ্কারীর  জের ধরে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে নিজ পদত্যাগপত্র জমা দিয়েছেন ড. আতিউর রহমান।

সম্প্রতি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০০ মিলিয়ন ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা চুরি হয়। পরে জানা যায়, এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরবিসি ব্যাংকের একটি শাখার ৫টি অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। এ অর্থ পরে ফিলিপাইনের তিনটি ক্যাসিনো হয়ে হংকং-এ চলে গেছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

===

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G