শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ আন্তঃজেলা নারী কারাতে শুরু ২১ অক্টোবর

প্রথম প্রকাশঃ অক্টোবর ২০, ২০২২ সময়ঃ ৮:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৪ অপরাহ্ণ

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং রূপায়ণ গ্রুপের সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি এর সহযােগিতায় ২১ ২২ অক্টোবর (দুই) দিনব্যাপী রূপায়ণ সিটি শেখ রাসেল অনূর্ধ্ব১৫ আন্তঃজেলা নারী কারাতে প্রতিযােগিতা ২০২২ ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স এর জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে

উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুম ৫ম তলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়অংশগ্রহণকারী জেলা দল সমূহঃ কক্সবাজার, কুমিল্লা, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ঢাকা,খুলনা, গাজীপুর, রংপুর, রাঙ্গামাটি, নােয়াখালী, বান্দরবান, কিশােরগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম, মাদারীপুর, শরিয়তপু নারায়ণগঞ্জ, কুড়িগ্রাম

প্রতিযােগিতায় ১৯টি জেলা থেকে একক কাতা, দলগত কাতা, কুমিতে৪০, কুমিতে৪৭, কুমিতে৫৪, কুমিতে + ৫৪ ক্যাটাগরিতে ১৫২ জন খেলােয়াড় অংশগ্রহণ করবেপ্রতিটি ক্যাটাগরিতে ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ২টি তাম্র পদক সহ দলগত চ্যাম্পিয়ন রানার্স আপ ট্রফি প্রদান করা হবে

২১ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় মাননীয় কমিশনার, দূর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সভাপতি . মােঃ মােজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযােগিতার শুভ উদ্বোধন ঘােষণা করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অবঃ) জনাব পি জে উল্লাহ পি এস সি, বি এন রূপায়ণ সিটি এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) জনাব এম মাহবুবুর রহমান। 

২২ অক্টোবর শনিবার বিকাল ৪টায় রূপায়ণ গ্রুপ এর কোচেয়ারম্যান মাহির আলী খান রাতুল পুরস্কার বিতরনী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলােয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করবেনবিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক এসােসিয়েশনের উপমহাসচিব বাংলাদেশ ভলিবল ফেডারেশন এর সাধারণ সম্পাদক জনাব আশিকুর রহমান মিকু। 

সূত্র : বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G