বাংলাদেশসহ চার দেশে তীব্র ভূমিকম্প

প্রকাশঃ এপ্রিল ২৫, ২০১৫ সময়ঃ ২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

earthquake_401149423বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও ভারতের উত্তরাঞ্চলে তিন দফা তীব্র ভূমিকম্প আঘাত হেনেছে।

বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২ টার দিকে শুরু হওয়া ২ মিনিট স্থায়ী ভুকম্পনটি নেপালে উৎপত্তিস্থলে মাত্রা ছিল ৭.৯।

তাৎক্ষনিকভাবে ঢাকায় একটি ভবন ক্ষতিগ্রস্থ ও ভুমিকম্প আতঙ্কে ঢাকা সাভার ও পাবনায় তিন জন নিহতের খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে কাঠমান্ডুতে বিভিন্ন ভবন ধ্বসের ছবি দেখা গেছে।

এদিকে বাংলাদেশের রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর, নোয়াখালী, বান্দরবান, মৌলভীবাজার, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর, বান্দরবান ও সাতক্ষীরা এলাকায় দুপুর সোয়া ১২টার দিকে ভূকম্পন অনুভূত হয়।

এ সময় পুকুরের পানিতে ঢেউ খেলে যায়। বাড়িঘর কেঁপে ওঠে। এতে আতঙ্কিত হয়ে মানুষজন রাস্তায় বেরিয়ে আসেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, নেপালের লামজুং থেকে ২৯ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে ভূকম্পনের কেন্দ্রস্থল। কেন্দ্রস্থলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৯ রিখটার স্কেল।

এসময় ভুমিকম্প আক্রান্ত এলাকায় শহরের বহুতল ভবনগুলো কয়েক মিনিট ধরে দুলতে থাকায় আতংক তৈরি হয়। এর ফলে ভবনগুলো থেকে মানুষজন ছুটোছুটি করে নেমে রাস্তায় এসে অবস্থান নেয়।

এর চল্লিশ মিনিট পর দ্বিতীয় ও তৃতীয় দফা ভূমিকম্প আঘাত হানে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন, ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাড়ে সাতশ কিলোমিটার দূরে নেপালে।
তবে বাংলাদেশে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ বা তার কিছু বেশী।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G