বাংলাদেশিদের গরুর মাংস খাওয়া ঠেকাবে ভারত!
আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: বাংলাদেশিরা যাতে গরুর মাংস খাওয়া ত্যাগ করে সেজন্য গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে অতিরিক্ত বিএসএফ জোয়ান মোতায়েনের নির্দেশ দিয়েছে ভারত।
ভারত থেকে গরু না গেলে বাংলাদেশিরা মাংস খেতে পাবে না এবং এক সময় তারা এমনিতেই মাংস খাওয়া ছেড়ে দেবে- এমন ধারণা থেকেই এ নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
বুধবার আগরতলা সীমান্তে বিএসএফ জোয়ানদের সঙ্গে মতবিনিময়কালে ওই নির্দেশ দেন তিনি।
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সুসম্পর্ক সুদৃঢ় করতে ভারত সবসময়ই আগ্রহী বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভাল। আমরা চাই এই সম্পর্ক আরও সুদৃঢ় হোক।’
প্রতিক্ষণ/এডি/এআই