বাংলাদেশী বন্দিদের মুক্তি দিলো বাহরাইন
প্রতিক্ষণ ডেস্কঃ
বাহরাইনের সরকার শতাধিক বাংলাদেশী বন্দিকে মুক্তি দিয়েছে । বিভিন্ন মামলা ও অভিযোগে কারাগারে থাকা এসব বাংলাদেশীকে মুক্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি জেলখানায় সাজাপ্রাপ্ত ৫৫৯ জন বন্দিকে মুক্তি দেয় দেশটির সরকার।
এর মধ্যে শতাধিক বাংলাদেশী রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।এছাড়া মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে ভারতীয় ৬৯ জন এবং ৮২ জন পাকিস্তানিও রয়েছেন।
বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল-খলিফার জেলখানার ভেতরে বিভিন্ন দেশের বন্দিদের আচার-আচরণ, নিয়ম-শৃঙ্খলা অনুসরন এবং সার্বিক বিষয়ের ওপর সমীক্ষা চালিয়ে ক্ষমার একটি তালিকা তৈরি করেন।
বাংলাদেশ দূতাবাসের জনকল্যাণ কাজে নিয়োজিত বিশেষ প্রতিনিধি তাজ উদ্দীন শিকন্দার জানান, বন্দিদের বেশিরভাগেরই দেশে ফেরার টিকেট কেনার মত অর্থ নেই।
তিনি জানান, দূতাবাসের পক্ষ থেকে প্রতিদিনই জেলে গিয়ে তাদের খোঁজ-খবর নেওয়া ও আউটপাস তৈরি করার জন্য ছবি তুলে আনা হচ্ছে।
উল্লেখ্য, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে বন্দিদের মুক্তি দেওয়ার এ উদ্যোগ গ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রতিক্ষণ/এডি/আরএম