বাখমুতে ‘কয়েকজন’ লোক জীবিত আছে- জেলেনস্কি 

প্রকাশঃ ডিসেম্বর ২৯, ২০২২ সময়ঃ ১২:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

‘পূর্বাঞ্চলীয় শহরটি সংঘাতের রণক্ষেত্র হয়ে ওঠার পর গত বছরের ৭০ হাজার এর তুলনায় বাখমুতে “মাত্র কিছু বেসামরিক লোক জীবিত” অবশিষ্ট রয়েছে- বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে প্রায় ১৮ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “অবৈধ পদক্ষেপের” প্রতিক্রিয়া জানানো রাশিয়ার সার্বভৌম অধিকার বলে উল্লেখ করে রাশিয়া রাশিয়ান তেলের দামের সীমা নির্ধারণের প্রতিক্রিয়ার বিষয়ে ওপেক + এর সাথে পরামর্শ করেনি।

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জেপার বলেছেন, শহরটিতে তীব্র বোমা হামলায় রাশিয়ার হামলার লক্ষ্যবস্তুগুলির মধ্যে খেরসনের একটি প্রসূতি হাসপাতাল অন্যতম।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G