বাগেরহাটে জাটকা সংরক্ষণে নৌ-র্যালী
জামাল হোসেন বাপ্পা (বাগেরহাট প্রতিনিধি)
জাটকা ইলিশ সংরক্ষণ আইন সম্পর্কে সকলকে সচেতন করতে বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য নৌ-র্যালী।
শনিবার সকাল ১১টায় পানগুছি নদীতে ৫ কি:মি: নদী পথ জুড়ে অনুষ্ঠিত এই র্যালীর নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।
জাটকা সংরক্ষন সপ্তাহ ২০১৬ এর উদ্বোধনী দিনে এই র্যালী করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মাঠে জেলেদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রসাশক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু।
সমাবেশে ‘জাটকা মাছ বাড়তে দিন, ফিরবে মোদের সোনালী দিন’ এই প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সহকারি কমিশনার(ভূমি) মো. নাজমুল হুদা, মহিলা ভাইচ চেয়ারম্যান আজমীন নাহার ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইয়াকীন আলী শেখ।
প্রতিক্ষণ/এডি/এফটি