বাজেট উচ্চাভিলাষী
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। এই বাজেট বাস্তবায়নকে একটা চ্যালেঞ্জ বলেও মনে করছেন তাঁরা।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এমন কোনো পরিবর্তন এসে পড়েনি যে ৩০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব।
তিনি আরো বলেন, যে আকারটা নির্ধারণ করছি, সেই আকারটার জন্য পর্যাপ্ত অর্থ আমি সংগ্রহ করতে পারব কি না; এবং দ্বিতীয়ত হচ্ছে, যদি অর্থ সংগ্রহ করতে পারি, তাহলে সেটা বাস্তবায়নের জন্য যে আমার প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক সক্ষমতা দরকার সেটা আমার কাছে আছে কি না; সেটা যদি না থাকে তাহলে তখন এটাকে উচ্চাভিলাষী বলা যেতে পারে এবং আমি মনে করি এই দৃষ্টিকোণ থেকে বাজেটটা উচ্চাভিলাষী।
অপরদিকে বাংলাদেশে ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবিত বাজেট আরো বাস্তবসম্মত হওয়া প্রয়োজন ছিল বলে আমি মনে করেন। প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাস্তবায়নের দিকটা একটা বড় চ্যালেঞ্জ এবং ওইদিক থেকে দেখতে গেলে বাজেটটা আরেকটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল। কারণ আমাদের ক্যাপাসিটি হঠাৎ করে রাতারাতি বাড়বে না এক বছরের মধ্যে।
প্রতিক্ষণ/এডি/জহির