বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ছে
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন বাজেটে সাধারণ ব্যক্তি শ্রেণীর ক্ষেত্রে করমুক্ত আয়সীমা ২ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামত পাওয়া যাবে বলে আশা করছে এনবিআর। এরআগে প্রস্তাবসহ কর ও শুল্ক সংক্রান্ত বিস্তারিত প্রস্তাব পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
এনবিআর সূত্র জানায়, মূল্যস্ফীতি বৃদ্ধি ও জীবন যাত্রার ব্যয় বাড়ায় প্রস্তাবনা অনুযায়ী সাধারণ করদাতা শ্রেণীর করমুক্ত আয়সীমা ২ লাখ ২০ হাজার টাকার পরিবর্তে ২ লাখ ৫০ হাজার টাকা, মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের করমুক্ত আয়সীমা ২ লাখ ৭৫ হাজার টাকার পরিবর্তে ৩ লাখ টাকা, প্রতিবন্ধীদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা ও মুক্তিযোদ্ধাদের জন্য তা ৪ লাখ টাকা নির্ধারণ করার প্রস্তাব দেয়া হয়েছে।
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করমুক্ত আয়সীমা বাড়ানোর জোর দাবি এসেছিল এনবিআরে। প্রাক-বাজেট আলোচণায় প্রায় সব সংগঠনই এ দাবি করেছে। এরমধ্যে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে আগামী অর্থবছরে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি ছিল।
নারী করদাতাদের ক্ষেত্রে ২ লাখ ৭৫ হাজার থেকে বাড়িয়ে ৩ লাখ ২৫ হাজার, প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে ৩ লাখ ৫০ হাজার থেকে ৪ লাখ ও মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা ৪ লাখ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব দেয় এফবিসিসিআই।
প্রতিক্ষণ/এডি/নুর