ছুটির দিনে মুখর বাণিজ্য মেলা

প্রকাশঃ জানুয়ারি ৭, ২০১৭ সময়ঃ ৮:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

banijjo-02১লা জানুয়ারী থেকে রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হয়েছে বিভিন্ন দেশের ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আসর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ । ২২তম এই মেলায় এ বছর স্থান পেয়েছে ২২টি দেশের হরেক রকমের বাহারী পণ্যের ৫৮০টি স্টল। এগুলোতে প্রাধান্য পেয়েছে বিভিন্ন শিশুপণ্য। আর মেলার বাড়তি আকর্ষণ হিসেবে ছিলো শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডস। এগুলোতে আরোহণ, কেনাকাটা ও বিনোদনের জন্য মেলা প্রাঙ্গণে ছিলো শিশু-কিশোরদের উলে­খ্যযোগ্য উপস্থিতি। এখানে আগত শিশু-কিশোরেরা জানায়,
banijjo-01‘‘ আমি আব্বু-আম্মুর সাথে মেলায় এসেছি। খেলনা কিনেছি।’’
‘‘ আমি অনেকগুলো রাইডে চরেছি। মুভি দেখেছি।’’

শুধু কেনাকাটা নয় বিনোদনের জন্য মেলায় সন্তানাদিদের নিয়ে এসেছেন বাবা-মায়েরা। শিশু বিনোদনকে প্রাধান্য দেয়ায় তারা সাধুবাদ জানায় মেলার বিভিন্ন আয়োজনকে। আগত কয়েকজন অভিভাবক জানান,
‘‘ বাচ্চাদের নিয়ে মেলায় আসছি। ঘরের কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম। ঘুরছি ভালোই লাগছে।’’

‘‘ আমি প্রতিবছরই আসি। কেনাকাটার পাশাপাশি এটি বিনোদনেরও একটি জায়গা।’’

মেলায় বিভিন্ন স্টলে হরেক রকমের পণ্যের পাশাপাশি ছিলো বিভিন্ন শিশুপণ্যের প্রদর্শনী। এগুলো সংগ্রহে ছিলো শিশু-কিশোরদের ভীড়। তবে, কেনাকাটা এখনোও সন্তোষজনক নয় এমনটাই জানায় বিক্রেতারা।

পুরো মাসব্যাপী চলবে এই বাণিজ্য মেলা। শুরুর দিকে মেলায় আগত দর্শণার্থীদের উপস্থিতি কম থাকলেও এখন তা বাড়তে শুরু করেছে। সেই সাথে এর আয়োজকরাও আশা করছে লক্ষ্যমাত্রা অনুয়ায়ী হবে, মেলার বেচাকেনা।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G