বাণিজ্যমন্ত্রীর বিশেষ নজরে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক :
দেশের শেয়ারবাজারকে আবারো চাঙ্গা করতে ব্যাংকের বিনিয়োগ নিয়ে বাংলাদেশ ব্যাংককে বিশেষ নজর দেয়ার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার রাজধানীর মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার বিল্ডিংয়ে ‘মেডিয়েশন ফর সেটলমেন্ট অব কমার্শিয়াল ডিসপুট অ্যান্ড রিকভারি অফ ওভারডিউ ব্যাংক লোন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তোফায়েল আহমেদ।
মন্ত্রী বলেন, একমসয় ব্যাংকগুলো ৩০ থেকে ৪০ শতাংশ বিনিয়োগ করে প্রচুর পরিমাণ মুনাফা করে শেয়ার বাজার থেকে। এই মুনাফা দেখে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ারবাজারে বিনিয়োগে আসে। এখন সাধারণ বিনিয়োগকারীদের বড় একটি অংশ নি:স্ব প্রায়।
ব্যাংক গুলোকে তাদের বিনিয়োগের বড় একটি ক্ষেত্র হিসাবে শেয়ার বাজারকে রুপ দিতে কেন্দ্রীয় ব্যাংককে পরামর্শ দেন মন্ত্রী। এর ফলে সাধারণ বিনিয়োগকারী ও শেয়ারবাজার এর অবস্থা আবারো ইতিবাচক ধারায় আসবে বলে আশা করেন মন্ত্রী।
এসময় সেমিনারে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান, এমসিসিআই এর প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর, বিয়াকের চিফ এক্সিকিউটিভ তোফায়েল আলী প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/নুর